একদিনে জোড়া নোটিস অনুব্রতকে, গরুপাচারকাণ্ডের সঙ্গে যুক্ত হল নির্বাচনী সন্ত্রাস মামলা

সিবিআইয়ের তরফে এবার একদিনে জোড়া নোটিস ধরানো হল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। শনিবার প্রথমে তাঁকে গরুপাচারকাণ্ডে নোটিস দিয়েছিল সিবিআই এবং বিকেল সাড়ে পাঁচটার মধ্যেই তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।

এর পর পরই শনিবারই তাঁর নিউটাউনের ফ্ল্যাটে পৌঁছে যায় সিবিআই। সেখানে গিয়ে অনুব্রতর নিউটাউনের বাড়ির দেওয়ালে লাগানো হয় আরও একটি নোটিস।

সেই নোটিসে বলা হয়েছে, নির্বাচন পরবর্তী সন্ত্রাস মামলায় রবিবার বেলা এগারোটার মধ্যে তাঁকে হাজির হতে হবে সিবিআই দফতরে। খুব স্বাভবিকভাবেই একই দিনে অনুব্রতকে সিবিআইয়ের এই জোড়া নোটিস ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে চূড়ান্ত চাঞ্চল্য।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক