কাঁকুড়গাছিতে পয়েন্ট খারাপ, ব্যাহত শিয়ালদহ উত্তরের ট্রেন চলাচল

কাঁকুড়গাছিতে পয়েন্ট খারাপ হওয়ায় শিয়ালদহ উত্তরের ট্রেন চলাচলে বড়সড় সমস্যা দেখা দিয়েছে। বুধবার দুপুরে এই ঘটনার ফলে দমদম থেকে শিয়ালদহ পর্যন্ত একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়ে। কোনও ট্রেনই শিয়ালদহে ঢুকতে পারছে না, ফলে নিত্যযাত্রীরা চরম বিপাকে পড়েছেন।

শনিবার এবং রবিবার কাঁকুড়গাছিতে নন-ইন্টারলকিংয়ের কাজ চলেছিল। প্রায় ৫২ ঘণ্টা ধরে রেল এই কাজ করেছিল। রেল সূত্রে জানা গিয়েছে, আপ লাইনের ৪ নম্বর ট্র্যাকে ট্রেন চলাচল করতে পারছে না। বিকল্প হিসাবে ২ নম্বর লাইন দিয়ে ট্রেন চালানোর চেষ্টা চলছে। ইতিমধ্যেই বেশ কিছু আপ ট্রেন বাতিল করা হয়েছে।

যাত্রীদের অভিযোগ, দুপুর থেকে দমদম আউটারে পরপর হাসনাবাদ, গোবরডাঙা লোকাল দাঁড়িয়ে রয়েছে। কাঁকুড়গাছির আগে দমদম-শিয়ালদহের মধ্যে ডানকুনি ও দত্তপুকুর লোকালও আটকে আছে। অনেকে ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটতে শুরু করেছেন, কেউ কেউ হেঁটে দমদম পৌঁছে বাস ধরছেন।

পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক (ভারপ্রাপ্ত) দীপ্তিময় দত্ত জানিয়েছেন, কাঁকুড়গাছিতে একটি পয়েন্ট খারাপ হওয়ায় ১, ২ ও ৪ নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ম্যানুয়াল সিগন্যালিংয়ের মাধ্যমে ১ ও ২ নম্বর লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। ৪ নম্বর লাইনও শীঘ্রই সচল হবে। ৩ নম্বর লাইন সচল রয়েছে, দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক