কলকাতা: বাগুইআটি জোড়া খুনের ঘটনায় নয়া মোড়! হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী।
ঘটনায় প্রকাশ, ২২ আগস্ট গাড়িতেই গলায় ফাঁস দিয়ে দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে খুন করা হয়েছিল। এই ঘটনায় এর আগে চার জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতরা জেরায় জানিয়েছে, আগে থেকেই দুই কিশোরকে খুনের পরিকল্পনা করেছিল সত্যেন্দ্র। মুখ্যমন্ত্রীর নির্দেশে জোড়া হত্যাকাণ্ড মামলার তদন্তভার নেয় সিআইডি। তবে মূল অভিযুক্ত এত দিন গা ঢাকা দিয়েছিল।
এই সংক্রান্ত আরও খবর পড়ুন: বাগুইআটির জোড়া খুনের ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, আইসি ক্লোজড, সিআইডি-কে তদন্তভার
সত্যেন্দ্রকে তন্নতন্ন করে খুঁজছিল পুলিশ। কিন্তু পুলিশকে ধোঁকা দিতে বারবার জায়গা বদলাচ্ছিল সত্যেন্দ্র। ঘুরছিল বিভিন্ন জায়গায়। তার মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে এমনটাই জানতে পারছিলেন গোয়েন্দারা।
এই সংক্রান্ত আরও খবর পড়ুন: বাগুইআটি থেকে নিখোঁজ দুই কিশোরের দেহ উদ্ধার, গ্রেফতার ৪
এ দিন হাওড়া স্টেশন চত্বর থেকে তাকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। সূত্রের খবর, ট্রেন ধরে ভিনরাজ্যে পালানোর পরিকল্পনা ছিল সত্যেন্দ্রর । গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশনে পৌঁছয় পুলিশের স্পেশাল টিম। স্টেশনে পা দেওয়ামাত্র সত্যেন্দ্রকে পাকড়াও করে পুলিশ।
এই সংক্রান্ত আরও খবর পড়ুন: বাগুইআটি জোড়া খুন: ঘটনাস্থলে নমুনা সংগ্রহ ফরেন্সিক দলের, আটক আরও ১