বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝখানে অবস্থিত ৯৫ বছরের পুরনো সেতুর মেরামতির জন্য টানা চার দিন ট্রেন চলাচল বন্ধ থাকবে। সেতুর গার্ডার পরিবর্তন ও ব্যালাস্ট লাইন বসানোর কাজ চলবে। এই কারণে ২২ জানুয়ারি রাত ১২টা থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত শিয়ালদহ-ডানকুনি রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
এই সময়ে ২২ জোড়া শিয়ালদহ-ডানকুনি লোকাল ট্রেন বাতিল করা হবে। একই সঙ্গে বেশ কিছু এক্সপ্রেস ট্রেনও বাতিল থাকবে, যেমন:
- কলকাতা-পটনা গরিবরথ
- তেভাগা এক্সপ্রেস
- শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস
- ডিব্রুগড়-কলকাতা এক্সপ্রেস
- শিয়ালদহ-জঙ্গিপুর রোড এক্সপ্রেস
- শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি
- কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস
- কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস
ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, ১৭ জোড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হবে। এগুলির মধ্যে রয়েছে:
- জম্মু-তাওয়াই এক্সপ্রেস
- বিকানের দুরন্ত
- অনন্যা এক্সপ্রেস
- শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেস
- পদাতিক এক্সপ্রেস
- কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
- কাঞ্চনকন্যা এক্সপ্রেস
- দার্জিলিং মেল
- শিয়ালদহ-অজমের এক্সপ্রেস
- প্রতাপ এক্সপ্রেস
ডানকুনির পরিবর্তে দমদম-নৈহাটি রুট দিয়ে এই ট্রেনগুলো চলবে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের সময়মতো আপডেট জানিয়ে দেবে এবং যাত্রার আগেই ট্রেনের স্ট্যাটাস যাচাই করার অনুরোধ করেছে।