নবমীতে হঠাৎ ভারী বৃষ্টি হলেও স্থায়ী হবে না, দশমী থেকে টানা  ৩দিন ভারী বর্ষণের সম্ভাবনা

বাংলাদেশের আকাশে সক্রিয় হয়েছে একটি বড় মেঘপুঞ্জ। আবহাওয়াবিদদের মতে, সেটি দুর্বল না হলে আগামী ৩–৪ ঘণ্টার মধ্যে পশ্চিমে সরে এসে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি নামাতে পারে।

তবে আজ দিনভর একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য জোরে বর্ষণ হলেও, তা বেশিক্ষণ স্থায়ী হবে না। ফলে দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকলেও টানা বর্ষণে ভিজে থাকার মতো পরিস্থিতি আপাতত দেখা দেবে না।

বিশেষজ্ঞদের পরামর্শ, সাধারণ মানুষকে হালকা ছাতা বা রেইনকোট সঙ্গে রাখতে হবে। তবে এই মুহূর্তে জলজট বা বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি নেই বলেই মনে করছেন তারা।

তবে দশমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে সারাদিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হবে একাদশী-দ্বাদশীতেও। তাই নবমীতে ঠাকুর দেখতে বেরোলে ছাতা নিয়ে বেরোনোই ভাল।

Related posts

‘শান্ত থাকুন, সংযত থাকুন, রাজনীতি ভুলে দুর্গতদের পাশে দাঁড়ান’, নাগরাকাটা হামলার পর বার্তা মুখ্যমন্ত্রীর

বিপর্যস্ত উত্তরবঙ্গে রাজনৈতিক উত্তেজনা! নাগরাকাটায় বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

‘ম্যান মেড বন্যা’র দায় ভুটান-ডিভিসির, দার্জিলিঙের মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রীর