রাষ্ট্রদ্রোহ মামলায় সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে জামিন দিল বাংলাদেশের হাইকোর্ট

বাংলাদেশের হাই কোর্ট অবশেষে চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন মঞ্জুর করল। বুধবার এই মামলার শুনানি হয় বিচারপতি আতোয়ার রহমান খান ও আলি রেজার যৌথ বেঞ্চে। দীর্ঘ শুনানির পর আদালত জামিন মঞ্জুরের নির্দেশ দেয়।

চিন্ময়কৃষ্ণ দাসের মামলায় চলতি বছরের ৪ ফেব্রুয়ারি আদালত রুল জারি করে জানতে চেয়েছিল, কেন তাঁকে জামিন দেওয়া হবে না। সেই রুলের শুনানির দিন ধার্য ছিল ২৩ এপ্রিল। তবে নির্ধারিত দিনে শুনানি না হয়ে তা পিছিয়ে যায় ৩০ এপ্রিল। শেষ পর্যন্ত বুধবার শুনানি সম্পন্ন হয় এবং উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত তাঁকে জামিন দেয়।

প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত ২৫ নভেম্বর চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছিল। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ পাঁচ মাসেরও বেশি সময় কারাবন্দি থাকার পর এবার তিনি মুক্তির মুখ দেখলেন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক