৫.৬ মাত্রার ভূমিকম্প বাংলাদেশে, কেঁপে উঠল কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকা

কলকাতা: শনিবার সকালে বাংলাদেশে ভূমিকম্প। রিখটার স্কেলে তীব্রতা ৫.৬। সকাল ৯টা ৫ মিনিট ৩১ সেকেন্ডে (বাংলাদেশের সময় ৯টা ৩৫ মিনিট নাগাদ) কম্পন অনুভূত হয় এ দিন।

জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল কুমিল্লা থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাস সার্ভের তথ্য বলছে, রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার পূর্ব ও উত্তরপূর্বে এই কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ কুমিল্লা, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙা, নোয়াখালি, কুষ্টিয়ায় কম্পন অনুভূত হয়েছে বলে খবর।

ভূমিকম্প অনুভূত হয়েছে কলকাতাতেও। এ ছাড়া, নদিয়ার কৃষ্ণনগর, উত্তর ২৪ পরগণার বসিরহাট, হিঙ্গলগঞ্জ ও টাকিতে কম্পন অনুভূত হয়েছে। হাওড়া এবং হুগলিতেও ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ারেও মৃদু কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্প হয়েছে ত্রিপুরা, মিজোরামের বেশ কিছু এলাকায়। বাংলাদেশের পাশাপাশি ভারতের লাদাখেও অনুভূত হয়েছে কম্পন। লাদাখে স্থানীয় সময় সকাল ৮.২৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। লাদাখে কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ছিল ৩.৪।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক