ঢাকার বিমান দুর্ঘটনায় ভারতের চিকিৎসা সহায়তা, বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠাচ্ছে দিল্লি

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় কমপক্ষে ৩১ জনের মৃত্যু এবং ১৬০ জনের বেশি আহত হওয়ার পর বাংলাদেশকে জরুরি চিকিৎসা সহায়তা দিচ্ছে ভারত। আহতদের চিকিৎসার জন্য বিশেষ বার্ন চিকিৎসক ও নার্সদের একটি দল খুব শীঘ্রই বাংলাদেশে এসে পৌঁছবে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “২১ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকার বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেন এবং বাংলাদেশকে সব রকম সহায়তার আশ্বাস দেন। সেই আশ্বাস অনুযায়ীই এই চিকিৎসা সহায়তা পাঠানো হচ্ছে।”

নয়াদিল্লি থেকে জারি করা এক বিবৃতিতে আরও জানানো হয়েছে, “দগ্ধদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় মেডিক্যাল সাপোর্ট-সহ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের একটি দল ঢাকায় রওনা দিচ্ছেন। তাঁরা আহতদের শারীরিক অবস্থার মূল্যায়ন করবেন এবং প্রয়োজনে তাঁদের ভারতে স্থানান্তর করে বিশেষায়িত চিকিৎসার সুপারিশও করবেন। প্রাথমিক পর্যালোচনার ভিত্তিতে আরও মেডিক্যাল টিম পাঠানো হতে পারে।”

জানা গেছে, এই চিকিৎসক দলের মধ্যে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সফদরজং হাসপাতালের দুই বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন।

চিনের তৈরি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমানটি উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই “যান্ত্রিক ত্রুটির” কারণে উত্তরার একটি দোতলা স্কুল ভবনে আছড়ে পড়ে। দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট, ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগরও নিহত হন।

বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (ISPR) জানিয়েছে, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে এক্স-এ লেখেন, “এটা বাংলাদেশ বিমান বাহিনী ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এক অপূরণীয় ক্ষতি।”

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে