প্রথম পাতা খবর বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা-সহ কলকাতা বিমানবন্দরে আটক ৩

বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা-সহ কলকাতা বিমানবন্দরে আটক ৩

279 views
A+A-
Reset

কলকাতা: উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা! বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা-সহ কলকাতা বিমানবন্দরে আটক তিন ৷ বাংলাদেশ যাওয়ার পথে মঙ্গলবার সকালে তাদের কলকাতা বিমানবন্দরে আটক করা হয়। ধৃতরা সবাই বাংলাদেশী।

বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়ানে চড়ে কলকাতা থেকে ঢাকা যাওয়ার কথা ছিল সফিকুল ইসলাম নামের এক যাত্রীর। এই বাংলাদেশি কিছুদিন কলকাতায় ছিলেন। তারপর এদিন তিনি ‘বিজি ৩৯২’ বিমানে ঢাকা যাচ্ছিলেন। কিন্তু তাঁর হাতের ব্যাগটি স্ক্যানারে দেওয়ার সময় সন্দেহজনক কিছু দেখতে পান বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা। এরপর ওই ব্যাগটি আলাদা জায়গায় নিয়ে গিয়ে চলে তল্লাশি। তখনই নিরাপত্তারক্ষীরা দেখতে পান, দু’টি মোবাইল ফোনের কভারের মধ্যে ঠাসা রয়েছে মার্কিন ডলার। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ৩০ হাজার মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় ২৪ লক্ষ ৬০ হাজার টাকা।

একজন যাত্রীর কাছ থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পর সন্দেহ আরও বেড়ে যায় জওয়ানদের। সফিকুল ইসলামের সঙ্গে আর কেউ একই বিমানে ঢাকা যাচ্ছেন কি না, তার খোঁজখবর নেওয়া হয়। দেখা যায়, সফিকুলের দুই সহযোগীর এই বিমানেই টিকিট কাটা রয়েছে। চিহ্নিত করা হয় দু’জনকে। বাংলাদেশের বাসিন্দা মোল্লা মহম্মদ নাসিরুদ্দিনকে আলাদা জায়গায় নিয়ে গিয়ে শুরু হয় তল্লাশি। তাঁর কাছ থেকে উদ্ধার হয় কানাডার মুদ্রায় ১৯ হাজার ডলার। ভারতীয় টাকায় যার পরিমাণ ১১ লক্ষ ৬৮ হাজার ৫০০।

তাঁর জ্যাকেটের ভিতরের পকেটে ছিল ওই ডলার। এছাড়াও আরও এক যাত্রী মহম্মদ ফিরোজ আলমকে জিজ্ঞাসাবাদ করা হয় ও তাঁর দেহ তল্লাশি করা হয়। বাংলাদেশের বাসিন্দা ওই যাত্রীর কাছ থেকে উদ্ধার হয় ৩৫ হাজার মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় ২৮ লক্ষ ৭০ হাজার টাকা। প্যান্টের পকেটের মধ্যে আলাদা খোপ তৈরি করে তিনি ওই বিদেশি মুদ্রা নিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.