প্রথম পাতা খবর বাঁকুড়ায় ফর্ম-৭ বোঝাই গাড়ি ঘিরে রহস্য, আটকাল তৃণমূলকর্মীরা, আটক ২ বিজেপি কর্মী

বাঁকুড়ায় ফর্ম-৭ বোঝাই গাড়ি ঘিরে রহস্য, আটকাল তৃণমূলকর্মীরা, আটক ২ বিজেপি কর্মী

29 views
A+A-
Reset

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংযোজন ঘিরে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার খাতড়ায়। মঙ্গলবার ‘ফর্ম-৭’ বোঝাই একটি চারচাকা গাড়ি ঘিরে রহস্য তৈরি হয়। অভিযোগ, প্রায় তিন হাজার ফর্ম নিয়ে তালড্যাংরা থেকে খাতড়ার দিকে যাচ্ছিল গাড়িটি। তৃণমূলের কয়েক জন কর্মী গাড়িটিকে ধাওয়া করে আটকে দেন। পরে বিকেলে পুলিশ গাড়িটি নিয়ে যায় এবং বিজেপির দুই কর্মীকে আটক করা হয়।

ঘটনার খবর পেয়ে খাতড়া থানায় পৌঁছন রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি ও তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায়। জ্যোৎস্না মান্ডির অভিযোগ, গাড়িতে বহু পূরণ করা ফর্ম-৭ ছিল, যার উদ্দেশ্য বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। তাঁর দাবি, তৃণমূল কর্মীরাই সেই চক্রান্ত রুখে দিয়েছেন।

একই সুরে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে বসে তিনি ফর্মের ছবি দেখিয়ে বলেন, পরিকল্পিতভাবেই ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে।

অন্যদিকে, বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা সুভাষ সরকার বলেন, ফর্মগুলি বৈধভাবে সহকারী রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে নিয়ে যাওয়া হচ্ছিল। তাঁর পাল্টা অভিযোগ, তৃণমূল কর্মীরা হামলা চালিয়ে ফর্ম ছিনিয়ে নেয়।

এর মধ্যেই নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, ফর্ম-৭ জমা পড়লেই ভোটার তালিকা থেকে নাম বাদ যায় না। নথি যাচাইয়ের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। তবু এই ঘটনাকে ঘিরে বাঁকুড়া-সহ রাজ্য রাজনীতিতে চাপানউতোর তীব্র হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.