আর্থিক তছরুপের অভিযোগে প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গ্রেফতার করল বাঁকুড়া পুলিশ

ডেস্ক: আর্থিক তছরুপের অভিযোগে প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হল। প্রায় ১০ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন তিনি। বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বিষ্ণুপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে পুরসভার টেন্ডার সংক্রান্ত আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। 
বিভিন্ন সরকারি প্রকল্পে তিনি প্রায় দশ কোটি টাকারও বেশি আর্থিক অনিয়ম করেছেন বলে অভিযোগ।

 রবিবার বাঁকুড়ার জেলা পুলিশ বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করে।
রবিবার বাঁকু়ড়া জেলা পুলিশ বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ক তথা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। এদিনই তাঁকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ তাঁকে হেফাজতে চাইবে বলেই জানিয়েছেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। বিভিন্ন সময়ে পুরসভার টেন্ডার সংক্রান্ত আর্থিক বিষয়ে ১০ কোটি টাকার তছরুপের অভিযোগ। 

আরও পড়ুন: রাজ্য সরকারের বিভিন্ন দফতরের অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগ চাইছে না নবান্ন


জানা গিয়েছে, অনেকদিন ধরেই টেন্ডার পাস করিয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ আসছিল। খতিয়ে দেখা হয়েছে প্রাক্তন বিধায়কের ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
পুলিস আধিকারিকরা নিশ্চিত যেখানে এত টাকা আত্মসাৎ করা হয়েছে সেখানে সরাসরি যোগ রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। আজই আদালতে তোলা হবে তাঁকে। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। ভারতীয় দন্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা,  ৪০৬ ধারায় বিশ্বাসভঙ্গ ও ৪০৯ ধারায় পদে থেকে সরকারি সম্পত্তি তছরুপের অভিযোগে  শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।  


শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি বিজেপিতে গিয়েছিলেন। স্বভাবতই তাঁর গ্রেফতারিতে বঙ্গ বিজেপি বিড়ম্বনায় পড়েছে। তৃণমূলের তরফে বারবার অভিযোগ করা হয়েছে, তাঁদের দলে যারা দুর্নীতিগ্রস্থ ছিলেন, যাঁদের বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়া হত না, তাঁদেরকেই দলে নিয়েছে বিজেপি। এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গ্রেফতারিতে তা আবার স্পষ্ট হল।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?