বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম প্রয়াত

কলকাতা: বসিরহাটের প্রাক্তন সাংসদ ও তৃণমূল কংগ্রেস নেতা হাজি নুরুল ইসলাম বুধবার দুপুরে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি দীর্ঘদিন ধরে যকৃতের ক্যানসারে ভুগছিলেন। বুধবার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন নুরুল ইসলাম। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বসিরহাটসহ তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মহলে।

হাজি নুরুল ইসলামের রাজনৈতিক জীবন ছিল বেশ বৈচিত্র্যময় ও সাফল্যমণ্ডিত। ২০০৯ সালে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রথমবার নির্বাচিত হয়ে সাংসদ হয়েছিলেন তিনি। তাঁর প্রবল রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে তিনি বসিরহাটে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পরাজিত হন। এরপর তিনি কেন্দ্রীয় রাজনীতি থেকে কিছুটা সরে আসেন।

তবে ২০১৬ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে তিনি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাড়োয়া বিধানসভা থেকে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়ান এবং বিপুল ভোটে বিজয়ী হন। সেই সময় হাড়োয়ার তৎকালীন বিধায়ক জুলফিকার আলিকে টিকিট না দিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নুরুল ইসলামকে প্রার্থী করেছিলেন, যা তখন রাজনীতিতে চর্চার বিষয় হয়ে ওঠে। ২০১১ সালে মাত্র ১২০০ ভোটের ব্যবধানে জয়ী হওয়া আসনটি ২০১৬ সালে নুরুল ইসলাম ৪৩,০০০ এরও বেশি ভোটে জয় করেন।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে প্রার্থী বদল করে তৃণমূল। সে বছর বসিরহাট থেকে প্রার্থী হন অভিনেত্রী নুসরত জাহান, এবং তিনি বিজয়ীও হন। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাতেই পুনরায় বসিরহাট থেকে প্রার্থী হন হাজি নুরুল ইসলাম এবং বিপুল ব্যবধানে জয়লাভ করেন।

হাজি নুরুলের মৃত্যুতে বসিরহাটে শোকের আবহ । রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত তাঁর অবদানের কথা স্বীকার করেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি তৃণমূল কংগ্রেসের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং দলীয় রাজনীতিতে তাঁর উপস্থিতি ছিল যথেষ্ট উল্লেখযোগ্য।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন