সকাল থেকেই ট্রেনেই বাদুড়ঝোলা ভিড়, অফিস টাইমে ভিড় নিয়ন্ত্রণই চ্যালেঞ্জ

ডেস্ক: প্রায় ৬মাসের বিরতি কাটিয়ে রবিবার থেকে শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। প্রথম দিন ভিড় ছিল চোখে পড়ার মত। আজ সপ্তাহের প্রথম দিনেও সেই পুরনো ছবি ধরা পড়ল। প্রবল ভিড় স্টেশনে স্টেশনে। করোনা বিধি শিকেয় তুলে ট্রেনে ভিড় করছেন নিত্য যাত্রীরা। হাওড়া মেন লাইনে হুগলির শেওড়াফুলি স্টেশনে বাদুড়ঝোলা ভিড়। করোনা বিধি মেনে চলার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়ে জিআরপি-র তরফে চলছে মাইকে প্রচার। সোমবার কাজের দিনে অফিসটাইমে কীভাবে ভিড় সামলানো যাবে, সেটাই চিন্তার। শিয়ালদায় ভোর থেকেই সমস্ত ট্রেনেই ভিড়।

আরও পড়ুন: বিশ্বকাপে কার্যত বিদায় ভারতের, বোল্ট ঝড়ে বিধ্বস্ত বিরাট ব্রিগেড


শিয়ালদা দক্ষিণ শাখায় ক্যানিং লাইনে চাম্পাহাটি স্টেশনে অসচেতনতার ছবি। যাত্রীদের অনেকের মুখেই নেই মাস্ক। সপ্তাহের প্রথম কাজের দিনে ট্রেনে থিকথিকে ভিড়। মানা হচ্ছে না দূরত্ববিধি। সপ্তাহের প্রথম কাজের দিন। পুরোদস্তুর অফিস শুরু। বনগাঁ লোকালে চেনা ছবি। সকাল থেকেই বাদুড়ঝোলা ভিড়। বেলা বাড়লে পরিস্থিতি কী দাঁড়াবে, সেটা নিয়েই চিন্তা।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন