সমবায় নির্বাচন ঘিরে রণক্ষেত্র দৌলতাবাদে, লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল পুলিশ

কলকাতা হাই কোর্টের নির্দেশে রবিবার মুর্শিদাবাদের দৌলতাবাদে মহারাজপুর এসকেইউএস সমবায়ে ভোট চলাকালীন বাম-কংগ্রেস ও তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে এলাকা। ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি, মারধর ও চেয়ার ভাঙচুর শুরু হয়। পুলিশের উপস্থিতিতেই ঘটেছে একাধিক অশান্তি।

অভিযোগ, সংঘর্ষে জড়ায় সিপিএম-কংগ্রেস জোট ও তৃণমূল। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে। ভোটকে কেন্দ্র করে এলাকাজুড়ে বেশ কয়েকদিন ধরেই চাপা উত্তেজনা ছিল। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, উর্দিধারীদের গায়েও হাত দেওয়া হয়। বাধ্য হয়ে এলাকায় নামানো হয় র‍্যাফ, পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ।

যদিও পুলিশ সূত্রে জানানো হয়েছে, ভোটগ্রহণ বন্ধ হয়নি। নিরাপত্তা আঁটসাঁট করে ভোট প্রক্রিয়া চালানো হচ্ছে। ভোটকেন্দ্রের আশেপাশে জমায়েত করতে দেওয়া হচ্ছে না। ঘটনার পরও উত্তেজনা ছড়ানো ঠেকাতে এলাকায় নজরদারি চালাচ্ছে প্রশাসন।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে