ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এর পর ফের সক্রিয় হয়ে উঠেছে বঙ্গোপসাগর। নতুন করে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে সাগরে, যা বৃহস্পতিবারের মধ্যে ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা নেই, দক্ষিণ ভারতের উপকূলীয় রাজ্যগুলিতে পরবর্তী কয়েক দিনে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, বিশেষত নিকোবর অঞ্চলের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দফতর। সমুদ্রে উত্তাল পরিস্থিতির কারণে সেখানকার মৎস্যজীবীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
তবে বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা খুবই কম। চলতি বছর নভেম্বরের শুরু থেকেই রাজ্যে শীতের আমেজ তৈরি হয়েছে। নভেম্বরের শেষ সপ্তাহে কলকাতার তাপমাত্রা নেমে এসেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিঙের পারদ ছুঁয়েছে ৫ ডিগ্রির ঘর।
বৃহস্পতিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। তবে তার পরের তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যেতে পারে। অর্থাৎ, সপ্তাহান্তে আবার সামান্য বাড়তে পারে পারদ।
বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের গতিপ্রকৃতি ও দক্ষিণ ভারতের আবহাওয়ার পরিবর্তন নজর রাখছে আবহাওয়া দফতর। তবে পশ্চিমবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে বলেই পূর্বাভাস।