ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (Special Intensive Revision বা SIR) ঘিরে উত্তাল বঙ্গ রাজনীতি। তারই মধ্যে বড় পদক্ষেপ নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সূত্রের খবর, প্রায় ৬০০ বুথ লেভেল অফিসার (BLO)-কে শো-কজ় নোটিস পাঠানো হয়েছে। অভিযোগ, ওই সব বিএলও কাজ থেকে অব্যাহতি চেয়েছেন।
মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে, প্রত্যেককে কারণ দর্শাতে বলা হয়েছে — কেন তাঁরা দায়িত্ব পালন করতে রাজি নন। শো-কজ় নোটিস পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট অফিসারদের।
দিন কয়েক আগে থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে। কমিশনের নির্দেশে জেলার প্রশাসনিক কর্তারা বিএলও-দের নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছেন। তবে বেশ কিছু জেলার রিপোর্টে দেখা গিয়েছে, বহু শিক্ষক-শিক্ষিকা বিএলও-র নিয়োগপত্র গ্রহণ করছেন না। এ নিয়ে দফতরের তরফে জবাব তলব করা হয়েছে।
এক নির্বাচনী আধিকারিকের কথায়, “ভোটার তালিকার বিশেষ সমীক্ষা একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রক্রিয়া। তাই নিযুক্তদের দায়িত্ব পালনে অনীহা থাকলে তার কারণ জানানো প্রয়োজন।”
অন্য দিকে, কমিশন সূত্রে খবর, এ রাজ্যে এসআইআর প্রক্রিয়ার প্রস্তুতি চলছে পুরোদমে। প্রতিটি জেলায় ম্যাপিং ও ডেটা আপলোডিং-এর কাজ দ্রুত গতিতে হচ্ছে। সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকার সঙ্গে ২০০২ সালের এসআইআর তালিকা মিলিয়ে যাচাই করা হচ্ছে।
তবে এই ঘটনার জেরে প্রশাসনিক অন্দরে চাপা অস্বস্তি তৈরি হয়েছে। অনেক বিএলও যুক্তি দিচ্ছেন, অতিরিক্ত দায়িত্ব ও সময়সীমা মেনে কাজ করা সম্ভব হচ্ছে না বলে তাঁরা অব্যাহতি চেয়েছেন।
এদিকে, দেশের ভোট প্রস্তুতি ঘিরে বুধ ও বৃহস্পতিবার দিল্লিতে বৈঠকে ডাক পড়েছে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO)। ওই বৈঠকের মূল আলোচ্য হবে ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়া ও প্রস্তুতি।
রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই সমীক্ষা ঘিরে প্রশাসনিক টানাপোড়েন রাজ্যে নতুন রাজনৈতিক তাপমাত্রা তৈরি করতে পারে।