শুক্রবার ছিল ভার্চুয়াল মাধ্যমে চিত্তরঞ্জন ন্যাশানাল ক্যান্সার ইনস্টিটিউট-এর দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এমন এক অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রীর সামনেই বাংলার মুখ্যমন্ত্রীকে সম্বোধন করতে গিয়ে কিছুতেই আর বন্দ্যোপাধ্যায় পদবিটা মনে করতে পারলেন না এদিনের অনুষ্ঠানের সঞ্চালিকা।
ক্যাম্পাসের উদ্বোধন অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানোর সময়ই ঘটে এমন ঘটনা। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় অপ্রস্তুত হয়ে পড়েন অনুষ্ঠানে উপস্থিত সকলেই।
এর পর বক্তব্য রাখতে উঠে সঞ্চালিকাকে মৃদু কটাক্ষ করে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সঞ্চালিকাকে ধন্যবাদ। তিনি হয়তো আমার পদবিটা কোনও কারণে ভুলে গিয়েছেন। নার্ভাসনেস থেকেও এটা হতে পারে।”
এদিনের ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে সিট বাড়ানোর অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বাংলার জন্য আরও বেশি করে আইএএস ও আইপিএস আধিকারিক নিয়োগের ব্যাপারেও প্রধানমন্ত্রীর কাছে দরবার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।