আজ শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, বিপুল বিনিয়োগের সম্ভাবনা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীকী ছবি

কলকাতা: মঙ্গল-বুধবার ( ২১ ও ২২ নভেম্বর) শিল্প সম্মেলনের আয়োজন করা হয়েছে বাংলায়। রাজারহাটের বিশ্ববাংলা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আজ শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। এই সম্মেলনে বিনিয়োগ কতটা আসে, আপাতত সেটাই নজরে।

এদিন বিকেল তিনটে নাগাদ অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষ্যে দেশ-বিদেশের নামকরা শিল্পপতিরা পা রাখবেন শহরে। তাঁদের সামনে পশ্চিমবঙ্গকে শিল্পবান্ধব রাজ্য হিসাবে তুলে ধরতে প্রস্তুত রাজ্য সরকার। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ২৮টি দেশ এই সম্মেলনে যোগদান করার ব্যাপারে সম্মতি জানিয়েছে। ব্রিটেনের একটা বড় টিম আসছে বাংলায়। সেক্ষেত্রে এবার ব্রিটেন থেকে বড় বিনিয়োগ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশ-বিদেশের একাধিক নামকরা শিল্পপতিরাও এ দিনের শিল্প সম্মেলনে উপস্থিত থাকতে চলেছেন। জানা গিয়েছে, আজ দুপুরেই কলকাতা পৌঁছে সরাসরি নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আসবেন রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি। আসছেন আইটিসির কর্ণধার থেকে শুরু করে জিন্দাল গ্রুপের কর্ণধার সজ্জন জিন্দালের মতো শিল্পপতিরা। তবে আদানি গোষ্ঠীর চেয়ারপার্সন গৌতম আদানিকে আমন্ত্রণ জানানো হলেও তিনি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। একইভাবে নিশ্চিত নয় হীরানন্দানি। যদিও এ দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মূল অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার যে তালিকা তৈরি করা হয়েছে সেখানে অবশ্য হীরানন্দানি গোষ্ঠীর কর্ণধারের নাম উল্লেখ রয়েছে। নবান্ন সূত্রে খবর আদানি গোষ্ঠীর একটি প্রতিনিধি দল এ দিনের সম্মেলনে উপস্থিত থাকতে চলেছে।

দুপুর তিনটে থেকে শুরু হবে মূল অনুষ্ঠান। মূল অনুষ্ঠানের পর হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। তার চূড়ান্ত প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অন্যতম ফোকাস রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প। নবান্নের ভারপ্রাপ্ত আধিকারিকদের মতে, এবার বাণিজ্য সম্মেলন থেকে কয়েক লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে। নতুন বিনিয়োগ টানার জন্য বেশ কয়েকটি ক্ষেত্রকে পাখির চোখ করছে সরকার। এর মধ্যে রয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষি এবং খাদ্য প্রক্রিয়াকরণ, পর্যটন, টেক্সটাইলস-ইঞ্জিনিয়ারিং, রিয়েল এস্টেট, তথ্য-প্রযুক্তি এবং উচ্চশিক্ষা।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন