কলকাতা: বুধবার সকাল থেকে কলকাতাসহ দক্ষিণের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে, যা বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া অফিসের মতে, মধ্য বঙ্গোপসাগরের উপরে থাকা একটি ঘূর্ণাবর্তের কারণে এই নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূমসহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গেও একইসঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পঙের কিছু অংশে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে, যেখানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং আলিপুরদুয়ারে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলে কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যা স্থানীয়দের জন্য প্রস্তুতির নির্দেশনা দেয়।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, নিম্নচাপের ফলে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে।