দোরগোড়ায় মহালয়া ও দেবীপক্ষ। পুজোর আবহাওয়া নিয়ে রাজ্যবাসীর কৌতূহল তুঙ্গে। বর্তমান পরিস্থিতি বিচার করে আবহাওয়াবিদদের পূর্বাভাস, পুজোর শুরুতে দক্ষিণবঙ্গে আবহাওয়া মোটের ওপর ঠিকঠাকই থাকবে। টুকটাক বৃষ্টি হলেও রোদের দেখা মিলবে মাঝেমধ্যেই। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় অতি ভারী বর্ষণের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
নিম্নচাপের গতিপথে নির্ভর আবহাওয়া
বঙ্গোপসাগরে তৈরি হতে চলা নিম্নচাপের গতিপ্রকৃতিই মূলত নির্ধারণ করবে পুজোর আবহাওয়া। আবহাওয়া দফতরের অনুমান, নিম্নচাপটি ওড়িশা উপকূলে তৈরি হতে পারে। এরপর সেটি দুই পথে এগোতে পারে—
- পশ্চিমমুখী পথে (ওড়িশা → ছত্তিশগড় → মহারাষ্ট্র): এ ক্ষেত্রে ২৩ সেপ্টেম্বরের পর দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়লেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম।
- উত্তর-পশ্চিমমুখী পথে (ওড়িশা → ঝাড়খণ্ড → ছত্তিশগড় → মধ্যপ্রদেশ → দিল্লি → উত্তরাখণ্ড): এই পরিস্থিতিতে ২৩ সেপ্টেম্বরের পর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিশেষ করে পুরুলিয়া ও বাঁকুড়ায় অতিবৃষ্টির আশঙ্কা রয়েছে।
অষ্টমী থেকে কমতে পারে বৃষ্টি
প্রাথমিক ইঙ্গিত বলছে, অষ্টমী থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমতে শুরু করবে। উত্তরবঙ্গে পুজোর মধ্যে স্বাভাবিক আবহাওয়া—কখনও রোদ, কখনও বৃষ্টি—চলবে। তবে তীব্র দুর্যোগের সম্ভাবনা নেই।
উত্তর ভারতের চিত্র
উত্তর ভারতে কার্যত বৃষ্টি থেমে যাবে। হিমাচল প্রদেশ ও কাশ্মীরে ২৫ সেপ্টেম্বরের পর বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে উত্তরাখণ্ডে আরও কিছুদিন ভারী বৃষ্টি চলতে পারে।
আপাতত মনে হচ্ছে, পুজোর মধ্যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বড়সড় দুর্যোগের আশঙ্কা নেই। তবে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়খণ্ডে নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। অবশ্যই মনে রাখতে হবে, আবহাওয়া সব সময় পরিবর্তনশীল। তাই পূর্বাভাসও বদলাতে পারে।