বিমানের শৌচাগারে বিড়ি ধরিয়ে গ্রেফতার এক বাঙালি যাত্রী! গুজরাতে কর্মরত অশোক অনুকূল বিশ্বাস বাড়ি ফেরার পথে IndiGo বিমানের শৌচাগারে ধূমপান করেন। পোড়া গন্ধ পেয়ে বিমানসেবিকা কর্তৃপক্ষকে জানালে ঘটনাটি সামনে আসে।
গুজরাতের নবসারিতে কর্মরত অশোক। বিমানে চেপে বাড়ি ফিরছিলেন। ঘটনার পর অশোককে বিমান থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। স্থানীয় থানায় খবর দেওয়া হয়। সেখান থেকে পুলিশ পৌঁছয় বিমানবন্দরে। অশোকের কাছ থেকে বিড়ি ও দেশলাই উদ্ধার হয়।
সুরত বিমানবন্দরে তাঁকে বিমান থেকে নামিয়ে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ১২৫ ধারায় মামলা দায়ের হয়েছে। তবে বিমানবন্দরে কীভাবে তাঁর কাছে দেশলাই ও বিড়ি নজর এড়াল, তা নিয়ে প্রশ্ন উঠছে।