রাজ্যে একের পর এক ভিভিআইপি এবার নাম লেখাচ্ছেন করোনা আক্রান্তের তালিকায়। আর সেই তালিকায় সর্বশেষ সংযোজন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস।
আমরা এর আগে দেখেছে করোনায় আক্রান্ত হয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। যিনি সদ্য়ই হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন এবং আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন। সৌরভের পাশাপাশিই আমরা দেখেছি রাজ্য়ের আরও এক বিধায়ক এবং কলকাতা পুরসভার এক মেয়র পারিষদও করোনা পজিটিভ রিপোর্ট হাতে পেয়েছেন।
এবার সেই তালিকায় যুক্ত হলেন রাজ্য়ের মন্ত্রী অরূপ বিশ্বাস। আপতত তাঁকে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ পাওয়া গিয়েছে।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, আলিপুরের ওই বেসরকারি হাসপাতালের ঠিক যে কেবিনে দুদিন আগে পর্যন্ত ভর্তি ছিলেন কোভিড আক্রান্ত সৌরভ গাঙ্গুলি, ঠিক সেই কেবিনেই আপাতত রাখা হয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসকে। যদিও মন্ত্রী অরূপ বিশ্বাসের দেহে করোনার উপসর্গ দেখা গেলেও, সেই উপসর্গ ওমিক্রন কিনা,সেই বিষয়টি এখনও পর্যন্ত পরিস্কার নয়। নির্দিষ্ট কিছু পরীক্ষা নিরিক্ষার পরেই সেই বিষয়টি সম্বন্ধে নিশ্চিত করে কিছু বলা সম্ভবপর হবে বলে হাসাপাতল সূত্রে জানা গিয়েছে।