কসবায় দুর্ঘটনাগ্রস্ত বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, সুরক্ষিত রয়েছেন মন্ত্রী

কলকাতা : দুর্ঘটনার কবলে রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। রবিবার বেলার দিকে কসবার রাজডাঙা নবপল্লী এলাকায় একটি ম্যাটাডোর ধাক্কা দেয় বনমন্ত্রীর গাড়িতে। একই দিকে যাচ্ছিল দুটি গাড়ি। ওই পণ্যবাহী গাড়ির ধাক্কায় রাজীবের গাড়ির একাংশ ক্ষতিগ্রস্থ হয়। তবে দুর্ঘটনার জেরে বনমন্ত্রীর গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও সম্পূর্ণ সুস্থ রয়েছেন রাজীববাবু।

দুর্ঘটনা প্রসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন,  “এমনটা ঘটতেই পারে। বড় করে দেখার মতো কিছু হয়নি। কারওর কোনও ক্ষতি হয়নি। তবে গাড়িটির লুকিং গ্লাস ভেঙেছে।” পণ্যবাহী ঘাতক ম্যাটাডোরটিকে আটক করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে চালককে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই জামুরিয়ায় দুর্ঘটনার কবলে পড়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র কনভয়ের একটি গাড়ি।  তাঁর কনভয়ে ঢুকে পড়ে একটি গাড়ি। আহত হন বাবুল সুপ্রিয়র আপ্ত সহায়ক। তবে মন্ত্রীর কোনও ক্ষতি হয়নি। আসানসোল থেকে কলকাতা ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। গ্রেফতার করা হয় বাবুল সুপ্রিয়ের কনভয়ে ঢোকা গাড়ির চালককে।    

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে