বাংলায় ফিরছে মৌসুমী অক্ষরেখা, পুজোর কেনাকাটায় কি জল ঢালবে? আবার কি বৃষ্টি হবে?

বঙ্গোপসাগরের উপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা এখন ওড়িশার কাছাকাছি। সেখান থেকে টানা জলীয় বাষ্প প্রবাহিত হচ্ছে বাংলায়। আবহাওয়াবিদদের মতে, আগামী সপ্তাহের শুরুতেই অক্ষরেখা বাংলার দিকে সরে আসবে। আর তার প্রভাব পড়তে শুরু করবে মঙ্গলবার থেকে—দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে।

এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা। তবে মাঝে মাঝেই বজ্রবিদ্যুতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। রবিবার ও সোমবার বৃষ্টি তুলনামূলকভাবে কম থাকবে, তবে গুমোট আবহাওয়া ও বাড়তি আর্দ্রতা জনজীবনে অস্বস্তি বাড়াবে।

উত্তরবঙ্গে আজ বৃষ্টির চিত্র আলাদা। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি অংশেও বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে এই অঞ্চলে বৃষ্টির মাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে।

কলকাতায় আজ সকাল থেকেই আর্দ্রতার দাপট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই অস্বস্তিও বাড়ছে। দিনের বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকবে। তবে বিকেল বা সন্ধের দিকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। রবিবারের জন্যও একই পূর্বাভাস থাকলেও মঙ্গলবার থেকে কলকাতায় বৃষ্টি বাড়বে বলে মনে করছে আবহাওয়া দফতর।

Related posts

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের