প্রথম পাতা খবর ভাড়া বাড়াতে হবে ট্যাক্সির, না হলে ধর্মঘটের হুঁশিয়ারি দিল বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন

ভাড়া বাড়াতে হবে ট্যাক্সির, না হলে ধর্মঘটের হুঁশিয়ারি দিল বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন

270 views
A+A-
Reset

ডেস্ক: ট্যাক্সির ভাড়া বাড়াতে হবে। তা না হলে ধর্মঘটের হুঁশিয়ারি দিল বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন। দীর্ঘ লকডাউন, এবার কড়া বিধিনিষেধ ৷ এর জেরে যাত্রী তো হচ্ছে না, অথচ জ্বালানির দাম বেড়ে চলেছে ৷ পেট্রল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ট্যাক্সি পরিষেবা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে যাচ্ছে । মূল্যবৃদ্ধির দাবিতে ধর্মঘটের ধর্মঘটের হুঁশিয়ারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের।


উল্লেখ্য, এর আগেই ভাড়া বৃদ্ধির দাবিতে ২ আগস্ট ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল AITUC অনুমোদিত ট্যাক্সি সংগঠন। তার পরই বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন ধর্মঘটে যাওয়ার কথা জানাল।  তাঁদের দাবি, ট্যাক্সির ন্যূনতম ভাড়া ৫০ টাকা করতে হবে।


অ্যাসোসিয়েশনের তরফ থেকে দাবি করা হয়েছে যে, ভাড়া না বাড়ালে আগামী ১২ আগস্ট থেকে ৪৮ ঘণ্টার ট্যাক্সি ধর্মঘট হবে। তাঁদের দাবি, ট্যাক্সিতে উঠলেই দিতে হবে ৫০ টাকা। তারপর প্রতি কিলোমিটার ভাড়া হবে ২৫ টাকা। ট্যাক্সি সংগঠনের দাবি, তাদের ভাড়াবৃদ্ধির এই প্রস্তাব যুক্তিসঙ্গত। করোনাকালে সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে তারা ট্যাক্সিতে উঠলে ৬০ টাকার পরিবর্তে ৫০ টাকা করার দাবি জানিয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণ দেখিয়ে একলাফে গত মাসেই  ১৫ শতাংশ ভাড়া বাড়িয়েছিল অ্যাপ ক্যাব ওলা, উবর। কিলোমিটার পিছু ১০ টাকার বদলে ভাড়া বাড়িয়ে করা হয় ১৪ টাকা ৭০ পয়সা। 

আরও পড়ুন: খাস কলকাতায় পুলিশের জালে ধরা পড়ল ভুয়ো আইপিএস, গ্রেফতার রক্ষী ও চালক


লকডাউনের ফলে মন্দার বাজার চলছে ট্যাক্সির৷ তার মধ্যে জ্বালানির মূল্যবৃদ্ধি যেন মরার উপর খাঁড়ার ঘা ৷ লকডাউন, পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি, গাড়ির ইএমআই সব মিলিয়ে বিপর্যস্ত ট্যাক্সির মালিক-সহ চালকেরা। পথে নামলেও সেই করোনা আবহে যাত্রী প্রায় হচ্ছে না । তাই ভাড়া না বাড়লে ট্যাক্সি চালানো আর সম্ভব নয় । শুধু তেলের দামই নয়, বেড়েছে যন্ত্রাংশের দামও।
বেঙ্গল ট্যাক্সি এসোসিয়েশন পক্ষ থেকে জানানো হয়েছে এই পরিস্থিতিতে রাজ্য সরকারের অবিলম্বে ভাড়া বৃদ্ধি করুক। সংগঠনের সভাপতি বিমলবাবু বলেন, ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে ৪৮ঘন্টা ধর্মঘটে নামবেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.