কলকাতা: অক্টোবরের শেষেই শীত পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গেও। উত্তরে ভালোই ঠাণ্ডা অনুভূত হচ্ছে, দক্ষিণেও বেশ শীত শীত ভাব। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন তাপমাত্রা আরও কমবে। পশ্চিমের জেলাগুলির মধ্যে দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের তাপমাত্রা আরও কমতে পারে। কলকাতাতেও কমবে তাপমাত্রা।
শীত পড়েছে এই কথা আনুষ্ঠানিক ভাবে আবহাওয়া দফতর ঘোষণা না করলেও উত্তর-পশ্চিম ও উত্তরের হাওয়া রাজ্য জুড়ে বইবে। তবে, আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, কয়েকদিন পর আবার খানিকটা বাড়তে পারে তাপমাত্রা। তার মধ্যে যদি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়ে, তাহলে উত্তুরে হাওয়ার অবাধ আগমন বাধাপ্রাপ্ত হবে। ফলে শীতের অনুভূতি আবার উধাও হতে পারে। সেক্ষেত্রে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আবহাওয়ার খানিক বদল চোখে পড়তে পারে। ফের এক দফায় দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বেড়ে যাওয়ার ইঙ্গিত রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। সোমবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। মহানগরীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির আশপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেও এ দিন আবহাওয়া শুষ্ক থাকবে।
ও দিকে, উত্তর ভারতের একাধিক রাজ্যে ঠান্ডা পড়তে শুরু করেছে। গরম পোশাক বের করতে শুরুও করেছেন অনেকে। জম্মু ও কাশ্মীর, লেহ, লাদাখ, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবনষ এরই মধ্যে দক্ষিণের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টি হচ্ছে। সোমবার আবহাওয়া দফতর তামিলনাড়ু, কেরলে বৃষ্টির সতর্কতা জারি করেছে।
উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় ভারী তুষারপাত হচ্ছে। এ ছাড়াও জম্মু ও কাশ্মীর, লেহ, লাদাখ এবং হিমাচলপ্রদেশেও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে জাতীয় আবহাওয়া বিভাগ। সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজস্থানেও আবহাওয়ার ধরন বদলাতে চলেছে। আবহাওয়া দফতরের মতে, দুর্বল পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যের কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।