রাজ্যে শীতের আমেজের মধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপের পূর্বাভাস

কলকাতা: রাজ্যের উত্তর থেকে দক্ষিণে শীতের আমেজ স্পষ্ট। এরই মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি, তা ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পশ্চিমবঙ্গে এর কোনও সরাসরি প্রভাব পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ আন্দামান সাগরের সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অনুমান, শনিবার, ২৩ নভেম্বরের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। সোমবার, ২৫ নভেম্বরের মধ্যে নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নিয়েও নজরদারি চালাচ্ছে হাওয়া অফিস।

পশ্চিমবঙ্গে কোনও সতর্কবার্তা নয়

এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বলেই মনে করছে আবহাওয়া দফতর। ফলে পশ্চিমবঙ্গ উপকূলে কোনও সতর্কবার্তা জারি করা হয়নি। তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকায় তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং শ্রীলঙ্কার উপকূলে প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে। নিকোবর দ্বীপপুঞ্জের একাংশে বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনায় মৎস্যজীবীদের দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের সংলগ্ন এলাকায় যেতে নিষেধ করা হয়েছে।

রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে

নিম্নচাপ তৈরি হলেও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী পাঁচ দিন শীতের আমেজ বজায় থাকবে। কয়েকটি জেলায় সকালের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। রাজ্যের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক