শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ইদানিং প্রায়সই খবরে থাকেন তিনি। কখনও ব্যক্তিগত জীবনের কারণে আবার কখনও রাজনৈতিক কারণে। এহেন শ্রাবন্তী কয়েকদিন আগেই খবর হয়েছিলেন বিজেপির সঙ্গ ত্যাগ করে। এরপর সোমবার আবার খবর হলেন তৃণমূলের মঞ্চে উপস্থিত হয়ে।
জল্পনা একটা ছিলই। এদিন শুধু সেই জাল্পনায় সিলমোহর বসালেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়! বিজেপি ছাড়ার পর খুব বেশি অপেক্ষা করতে হয়নি তৃণমূলের মঞ্চে ওঠার জন্য অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।
সোমবার দক্ষিণ২৪ পরগনায় তৃনমূলের একট সভায় এদিন হঠাৎ করেই দেখা যায় তাঁকে। এখানে তাঁকে গান গাইতে দেখা যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করতেও শোনা যায়।
একদা তৃণমূল ঘনিষ্ঠ শ্রাবন্তী একুশের ভোটের আগে আগেই যোগ দেন গেরুয়া শিবিরে। এরপর বেহালা পশ্চিম কেন্দ্রে পার্থ চট্টোপাধ্যায়ের বিপরীতে শ্রাবন্তীকে প্রার্থী করে বিজেপি। কিন্তু নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হন শ্রাবন্তী। এর পরেই হয় ছন্দ পতন। বিজেপির থেকে দূরত্ব বাড়াতে থাকেন অভিনেত্রী।
শেষপর্যন্ত নিজেই ট্যুইট করে বিজেপি সঙ্গ ত্যাগ করার কথা ঘোষণা করেন শ্রাবন্তী।
শেষপর্যন্ত এদিন জোড়া ফুলের সঙ্গে জুড়ে গিয়ে ফের একবার ষোলোকলা সম্পূর্ণ করলেন এই বিতর্কীত অভিনেত্রী।