বাঙালি হেনস্তা ইস্যুতে বৃহস্পতিবার বিধানসভার বিশেষ অধিবেশন পরিণত হল তীব্র উত্তেজনা ও অশান্তির মঞ্চে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠতেই বাধা দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। স্পিকারের নির্দেশে তাঁদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হলেও তাঁরা নীরব থেকে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এর নেতৃত্ব দেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ।
দীর্ঘক্ষণ হট্টগোল চলার পর তাঁকে প্রথমে সাসপেন্ড করা হয় এবং মার্শালের মাধ্যমে সভাকক্ষ থেকে বের করে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই একই পরিণতি হয় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলেরও।
এই পরিস্থিতিতেই বক্তব্যে আরও তীব্র হন মুখ্যমন্ত্রী। তিনি সরাসরি বিজেপিকে আক্রমণ করে বলেন, “মোদী চোর। বিজেপি চোর। ভোট চোরের দল তোমরা। লুটেরার দল।” মমতার অভিযোগ, হট্টগোলের মাঝে বিজেপি বিধায়করাই মোদীকে উদ্দেশ্য করে ‘চোর’ স্লোগান দিয়েছেন। তিনি ধিক্কার জানিয়ে বলেন, “লজ্জা করে না? নিজেদের নেতাকেই চোর বলছেন!”
মুখ্যমন্ত্রীর কথায়, বিজেপি দেশ বিক্রি করে দিয়েছে। তিনি সাফ জানিয়ে দেন, বাংলার মানুষ এর জবাব ইঞ্চিতে ইঞ্চিতে দেবে।
এদিকে, বিরোধী বেঞ্চে এখনও চলছে জোর হই হট্টগোল। শাসক-বিরোধী তরজায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে বিধানসভার বিশেষ অধিবেশন।