মঙ্গলবার বেলা ১০ টা বেজে ১৫ মিনিট নাগাদ প্রয়াত হলেন বহু বাঙালির কল্পনার জগতের অন্যতম স্রষ্ঠা ভারত বিখ্যাত ভিজুয়্যাল কার্টুনিস্ট শ্রী নারায়ণ দেবনাথ।
তাঁকে অভিহিত করা হত বাংলা চিত্রকাহিনি বা কমিকসের প্রাণপুরুষ হিসেবে। প্রয়ানকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।
কিছুদিন ধরেই ফুসফুসের সমস্যা জনিত কারনে ভুগছিলেন তিনি।তাঁর শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে গত ২৪ ডিসেম্বর ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে।
সেখানেই তাঁর অবস্থার আরও অবনতি হওয়ার কারণে গত ১৬ জানুয়ারি তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়ে ছিল। এই বিখ্যাত শিল্পীর চিকিৎসার যাবতীয় ব্যায়ভার বহন করার দায়িত্ব নিয়েছিল রাজ্য সরকার।
১৯২৫ সালে হাওড়ার শিবপুরে জন্ম গ্রহণ করেন এই বিখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। তাঁর সৃষ্টি করা অমর সৃষ্টি গুলির মধ্যে রয়েছে ‘বাটুল দি গ্রেট’, ‘হাঁদা ভোঁদা’, ‘নন্টে ফন্টে’, ‘বাহাদুর বেড়াল’ ইত্যাদি। আর তাঁর এই সব অসাধারণ সৃষ্টিই তাঁকে করে তোলে দেশের মধ্যে এক অনন্য চরিত্র। তাঁর ঝুলিতে জমা হয় একের পর এক সম্মান। তিনি কিছুদিন আগেই পান পদ্মশ্রী সম্মান। এছাড়াও সাহিত্য একাডেমি সম্মান পান ২০১৩ সালে। বঙ্গ বিভুষণ সম্মানও রয়েছে তাঁর পুরস্কারের ঝুলিতে।