প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, বাংলা জুড়ে শোকের আবহ

বাংলা গানে স্বর্ণযুগের শিল্পীদের শেষ তারকা নিভে গেলেন। মঙ্গলবার সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। আধুনিক বাংলা গানের শ্রেষ্ঠ কণ্ঠশিল্পীদের মধ্যে অন্যতম প্রধান কণ্ঠ ছিলেন বাংলার গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায়।

বাংলার গানের জগতের স্বর্ণ যুগের তারকারা হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়রা একে একে চলে গিয়েছেন আগেই। আর এবার সেই তালিকায় সর্ব শেষ নাম হিসেবে যোগ হল সন্ধ্যা মুখোপাধ্যায় এর নাম। গত প্রায় এক মাস ধরে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

উল্লেখ্য, ২৬ জানুয়ারি সন্ধ্যায় হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রবাদ প্রতিম সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রায় সঙ্গে সঙ্গেই স্বয়ং মুখ্যমন্ত্রীর উদ্যোগে শিল্পীকে ভর্তি করানো হয় এসএসকেএম এর উডবার্ন ওয়ার্ডে। হাসপাতাল সূত্রে জানা যায়, তাঁর ফুসফুসে সংক্রমণ হয়েছিল।

তাঁর দু’টি ফুসফুসেই সংক্রমণ দেখা দেয় বলে হাসপাতাল সূত্রে জানা যায়। চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থা ক্রমশ স্থিতিশীল হচ্ছিল। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা নাগাদ হঠাৎ তাঁর শারীরিক জটিলতা অত্যধিক বেড়ে যায়।

সন্ধ্যা মুখোপাধ্যায় এর প্রয়াণের খবর শুনে উত্তরবঙ্গে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি ভাবতে পারিনি উনি এভাবে চলে যাবেন। কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছিলেন। এত তাড়াতাড়ি এমনটা ঘটে যাবে তা বুঝতে পারিনি। উনি বাংলার সোনালী যুগের শিল্পী ছিলেন। সেই যুগের সকলেই চলে গিয়েছেন। উনি ছিলেন। ওঁর গাওয়া অনেক গান এখন মনে পড়ছে।’’

মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমি মনে করি সন্ধ্যা মুখোপাধ্যায় প্রকৃত অর্থে একজন ভারতরত্ন। এদিন রাতে ওঁকে পিস ওয়ার্ল্ডে রাখা হবে। বুধবার ১২টা থেকে ৫টা পর্যন্ত দেহ রবীন্দ্র সদনে রাখা হবে। রাজ্যের সর্বোচ্চ সম্মান গান স্যালুট দিয়ে ওঁর শেষকৃত্য হবে। আর আমি অবশ্যই ওনার শেষ কৃত্যের সময় উপস্থিত থাকার আপ্রাণ চেষ্টা করব।’’

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে