ওড়িশায় বাংলার শ্রমিক আটক, চার সপ্তাহের মধ্যে হলফনামার নির্দেশ হাই কোর্টের

ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের গ্রেফতার করা হয়নি, শুধুমাত্র ভারতের নাগরিক কি না, তা যাচাই করতেই আটক করা হয়েছিল—বুধবার কলকাতা হাই কোর্টে এমনটাই জানাল ওড়িশা সরকার।

বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে ওড়িশার অ্যাডভোকেট জেনারেল পীতম্বর আচার্য বলেন, “আমি দায়িত্ব নিয়ে বলছি, কাউকে গ্রেফতার করা হয়নি।” পাশাপাশি তিনি জানান, বিদেশি আইন মেনেই পরিচয় যাচাই করা হয়েছে।

আদালত জানায়, মুখে যা বলা হয়েছে, তা হলফনামা আকারে দাখিল করতে হবে। এই বিষয়ে চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে ওড়িশা সরকারকে। পরবর্তী শুনানি ২৮ অগস্ট।

আলোচনার সময়ে ওড়িশার এজি রাজ্যের তরফের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে বলেন, “বাঙালিরা আমাদের ভাই-বোন। আমরা বাঙালি-বিরোধী নই। ওড়িশায় বহু বাঙালি বাস করেন। এমনকি ওড়িশা হাই কোর্টের প্রধান বিচারপতিও বাংলার।”

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ ও বীরভূম থেকে আসা কয়েকজন পরিযায়ী শ্রমিককে সম্প্রতি ওড়িশায় আটক করা হয়। অভিযোগ, তাঁদের সঙ্গে দীর্ঘদিন পরিবার যোগাযোগ করতে পারেনি। এই ঘটনায় হস্তক্ষেপ করে মুখ্যসচিব মনোজ পন্থ ওড়িশা সরকারের মুখ্যসচিবকে চিঠি লেখেন।

এরপর কিছু শ্রমিকের ঘরে ফেরার খবর মিললেও, সবাই ফিরেছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। সেই কারণেই পরিবারগুলির পক্ষ থেকে কলকাতা হাই কোর্টে মামলা করা হয়।

গত শুনানিতে আদালত জানতে চেয়েছিল—কেন শ্রমিকদের আটক করা হয়েছে? কোন আইনে? এফআইআর হয়েছে কি না? বর্তমানে তাঁরা কোথায় রয়েছেন? সে সময় আদালত পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে ওড়িশার মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ করতে নির্দেশ দিয়েছিল।

Related posts

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা