Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বাংলার অগ্রগতি, ইনফোসিসের নয়া ক্যাম্পাস উদ্বোধনে মুখ্যমন্ত্রী - NewsOnly24

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বাংলার অগ্রগতি, ইনফোসিসের নয়া ক্যাম্পাস উদ্বোধনে মুখ্যমন্ত্রী

কলকাতা: বাংলার তথ্যপ্রযুক্তি শিল্পে নতুন দিগন্ত খুলে গেল। বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউটাউনের হাতিশালায় ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রীর মতে, এই ক্যাম্পাস শুধু ইনফোসিস নয়, গোটা বাংলার জন্যই এক ঐতিহাসিক পদক্ষেপ। এই ক্যাম্পাস প্রায় ৪,০০০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে তিনি আশাবাদী।

মুখ্যমন্ত্রী এদিন জানান, বাংলার উন্নত পরিকাঠামো, দক্ষ কর্মী এবং সুলভ উৎপাদন খরচ তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য একটি আদর্শ গন্তব্য তৈরি করেছে। তাঁর কথায়, “বাংলা এখন শিল্পের জন্য উপযুক্ত স্থান। আমরা রাজ্যে একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থা গড়ে তুলেছি।”

মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, নিউটাউনের সিলিকন ভ্যালিতে ২,০০০ একর জমিতে ২৭,০০০ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতে প্রায় ৭৫,০০০ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি, রাজ্যে ২২টি আইটি পার্ক নির্মাণ করা হচ্ছে, যা তথ্যপ্রযুক্তি শিল্পে বিপুল সম্ভাবনার সৃষ্টি করবে।

মমতা জানান, বাংলায় প্রতিবছর হাজার হাজার ইঞ্জিনিয়ার তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে কাজে যোগ দিচ্ছেন। ২০২৩ সালে প্রায় ৪৫,০০০ ইঞ্জিনিয়ার তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে চাকরি পেয়েছেন। এ ছাড়াও, সরকার দ্রুতগতির ইন্টারনেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং অন্যান্য শিল্পোন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলেছে।

মুখ্যমন্ত্রী তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে বাংলায় বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, “আপনারা বাংলায় আরও বিনিয়োগ করুন। রাজ্য সরকার সব রকম সহযোগিতা করবে।”

প্রায় ১৭ একর জমির উপর নির্মিত এই ইনফোসিস ক্যাম্পাসে অত্যাধুনিক প্রযুক্তির সুবিধা রয়েছে। এটি তথ্যপ্রযুক্তি শিল্পে নতুন মাইলফলক তৈরি করবে এবং রাজ্যে আরও শিল্প বিনিয়োগে উৎসাহ দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related posts

নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ পিছোল, আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন

সাতসকালে ভূমিকম্পে কাঁপল কলকাতা–দক্ষিণবঙ্গ; কেন্দ্র বাংলাদেশের নরসিংদী, তীব্রতা ৫.৫