বেঙ্গালুরু: কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনা বেঙ্গালুরুতে। বাড়ি পৌঁছে দেওয়ার নামে তাঁকে নিজের বাইকে তুলেছিল এক অজানা ব্যক্তি। এর পর ওই ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে জানিয়েছেন একজন সিনিয়র পুলিশ অফিসার।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ইস্ট জোন) রমন গুপ্তের মতে, তরুণী শহরের একটি কলেজের শেষ বর্ষের ডিগ্রির ছাত্রী। কোরামঙ্গলায় একটি অনুষ্ঠান সেরে হেব্বাগোডিতে নিজের বাড়ি ফিরছিলেন। পুলিশ অফিসার সাংবাদিকদের বলেন, “এক অজানা ব্যক্তির কাছ থেকে ওই ছাত্রী ‘লিফট’ নিয়েছিলেন। ওই বাইক চালক এরপর তাঁকে ধর্ষণ করেছে। আমরা একটি ধর্ষণের মামলা নথিভুক্ত করেছি এবং তদন্ত শুরু করেছি”।
ওই পুলিশ অফিসার এবং অন্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নির্যাতিতা ও তাঁর আত্মীয়দের সঙ্গে কথা বলেন। তিনি আরও বলেন, “আমরা সমস্ত তথ্য সংগ্রহ করেছি এবং পাঁচটি টিম গঠন করেছি। আমরা আরও তদন্ত চালিয়ে যাচ্ছি এবং শীঘ্রই অপরাধীকে গ্রেফতার করা হবে।”