মমতা বন্দ্য়োপাধ্য়ায় বাংলার মসনদে বসবার পর একের পর এক সম্মান যুক্ত হয়েছে বাংলার মুকুটে। যার মধ্য়ে আবার রয়েছে বেশ কিছু আন্তর্জাতিক স্তরের খেতাব। আবারও এমনই এক বিশ্ব খ্য়াত তকমা যুক্ত হল বাংলার ঐতিহ্য়ের সঙ্গে। এবার ইউনেস্কোর তরফে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো পেল হেরিটেজ খেতাব। যার কিছুটা কৃতিত্ব অবশ্য়ই দাবি করতেই পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন ইউনেসকোর এই বিশেষ সম্মানের সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক হেরিটেজ স্বীকৃতি লাভ করল বাংলার শ্রেষ্ঠ ঐতিহ্য দুর্গাপুজো। একইসঙ্গে ইউনেসকোর আন্তর্জাতিক ঐতিহ্যময় সাংস্কৃতিক অনুষ্ঠানের তালিকায় যুক্ত হল দুর্গাপুজোর নাম।
বুধবার ইউনেসকোর তরফে ট্যুইট করে যে তালিকা প্রকাশ করা হয়, সেখানেই দেখা যায় জ্বলজ্বল করছে বাংলার দুর্গাপুজোর নাম। রস্ত্রপুঞ্জের শিক্ষা,বিজ্ঞান এবং কালচারাল হেরিটেজ তালিকায় যুক্ত করা হয়েছে দুর্গাপুজোর নাম।
এক্ষেত্রে উল্লেখ্য, বিগত সেপ্টেম্বর মাসেই বাংলার এই উৎসবকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে উদ্যোগী হয় রাজ্য। সেই সময় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের মাধ্যমে রাজ্যের এই আবেদন পৌঁছে গিয়েছিল রাষ্ট্র পুঞ্জের কাছে। এরপর বাংলার সেই আবেদনের মূল্যায়ন হয় রাষ্ট্রপুঞ্জের বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে। যে কমিটিতে রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত সেই কমিটির চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পরেই ইউনেসকোর তরফে করা হয় ঘোষণা।