কলকাতা: ভাইফোঁটার আগমনের সঙ্গে সঙ্গে কলকাতার বাজারে সবজি থেকে শুরু করে মাছ-মাংস, ফল এবং মিষ্টির দাম বেড়েছে ব্যাপকভাবে। উৎসবের মরসুমে সাধারণ মানুষের পকেটে চাপ পড়ছে। দুর্গাপুজো থেকেই শাক-সবজির দাম লাগামছাড়া অবস্থায় রয়েছে, আর ভাইফোঁটার ঠিক আগেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
কলকাতার বাজারে সবজির দামে সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা যাচ্ছে। চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৪৯ টাকা প্রতি কেজি দরে, এবং জ্যোতি আলুর দাম ৩০-৩৪ টাকা। বেগুনের দাম এখন ১৫০-১৭০ টাকা প্রতি কেজি, পটল ৮০ টাকা, কাঁচালঙ্কা ২০০-২৫০ টাকা, টমেটো ১০০-১২০ টাকা, এবং বিনস ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকায়।
মাছ-মাংসের দামও আকাশ ছুঁয়েছে। ইলিশের দাম প্রায় ১২০০ থেকে ১৫০০ টাকা প্রতি কেজি, আর বড় আকারের ইলিশের দাম ১৮০০ টাকার আশেপাশে। পাবদা বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়, ভেটকি ৫০০-৫৫০ টাকা, পারশে প্রায় ৫০০ টাকা কেজি, এবং মাঝারি মাপের বাগদার দাম ৮০০ টাকা প্রতি কেজি।
এমনকি মুরগির মাংসের দাম বেড়ে ২৫০ টাকা প্রতি কেজি হয়েছে, আর খাসির মাংস বিক্রি হচ্ছে এক হাজার টাকার কাছাকাছি (৮০০ থেকে ৮৮০ টাকা প্রতি কেজি)। এই লাগামছাড়া মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের বাজেট ধাক্কা খাচ্ছে, তা আর নতুন করে বলার নয়।