প্রয়াত হলেন অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মন। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৫ বছর (আনুমানিক)। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবার এবং বিনোদন জগৎ।
ভরত দেববর্মন ছিলেন ত্রিপুরার রাজ পরিবারের ছেলে। মহানায়িকা সুচিত্রা সেন নিজে তাঁদের পরিবারের সঙ্গে মেয়ের সম্বন্ধ স্থির করেছিলেন। মুনমুন সেন ও ভরতের বিয়ে সেই সময় টলিউড ও বলিউডের তারকা মহলের জন্য বড় অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছিল। সুচিত্রা সেন নিজে মহানায়ক উত্তমকুমারের বাড়িতে গিয়ে বিয়ের নিমন্ত্রণপত্র দিয়ে এসেছিলেন।
ঘনিষ্ঠমহলের মতে, ভরত দেববর্মন শুধু একজন ভালো স্বামীই ছিলেন না, ছিলেন এক আদর্শ পিতা। তাঁর দুই কন্যা রাইমা এবং রিয়া সেনকে গভীর স্নেহ ও যত্ন দিয়ে বড়ো করেছেন। তাঁদের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে বাবার পাশে থাকা ছিল অনিবার্য। রাইমা সেন একবার বলেছিলেন, “প্রতিবার পুজোটা মা-বাবার সঙ্গেই কাটানোর চেষ্টা করি। ওঁরাই আমার সব।” দুই বোন বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, বাবা তাঁদের জীবনের শক্তির উৎস ছিলেন।
ভরতের এই আকস্মিক মৃত্যুতে মুনমুন সেন এবং তাঁর দুই কন্যা শোকস্তব্ধ। সিনে-জগতেও তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অনেকে।