কলকাতা: আজ, শুক্রবার, একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। পুজোর আগে শিক্ষার্থীদের ট্যাব কেনার জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা প্রদান করা হবে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৬ লক্ষ ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে, যার জন্য বরাদ্দ হয়েছে মোট ১৩৩ কোটি ৫৭ লক্ষ ৯০ হাজার টাকা। মূলত এই টাকার সাহায্যে ছাত্রছাত্রীরা ট্যাবলেট কিনতে পারবে, যা তাদের পড়াশোনার কাজে সহায়ক হবে।
প্রথমে সেপ্টেম্বরে এই টাকা দেওয়া কথা থাকলেও, রাজ্যের বন্যা পরিস্থিতির কারণে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল। তবে, দ্বিতীয়ার দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষ থেকে ঘোষণা করলেন যে, পুজোর আগেই এই টাকা পৌঁছে দেওয়া হবে শিক্ষার্থীদের কাছে।
প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘তরুণের স্বপ্ন’। এই প্রকল্পের মাধ্যমে ডিজিটাল শিক্ষার উপরেই জোর দিতে চেয়েছে সরকার।