Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিপুল বিনিয়োগের প্রস্তাব, জানালেন মুখ্যমন্ত্রী - NewsOnly24

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিপুল বিনিয়োগের প্রস্তাব, জানালেন মুখ্যমন্ত্রী

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিনে বিপুল বিনিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি জানান, শুধুমাত্র এদিনেই ৪ লক্ষ ৪৪ হাজার ৫৯৫ কোটি টাকার লগ্নির প্রস্তাব এসেছে। পাশাপাশি, দেশ-বিদেশের বিভিন্ন সংস্থার সঙ্গে ২১২টি সমঝোতা স্মারক (মউ) স্বাক্ষরিত হয়েছে।

সম্মেলনের প্রথম দিনই বড় বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন মুকেশ অম্বানি, সঞ্জীব গোয়েনকা, সজ্জন জিন্দল ও সঞ্জীব পুরীরা। মমতা জানান, তাঁদের ঘোষিত বিনিয়োগ ছাড়াও আরও লগ্নির প্রতিশ্রুতি মিলেছে। মুখ্যমন্ত্রী বলেন, “শুধু মুকেশজিই বাংলায় এক লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবেন।”

বিজিবিএস উপলক্ষে রাজ্যের বিরোধীরা সমালোচনা করলেও মুখ্যমন্ত্রী পাল্টা দাবি করেন, “সকলেই মানছেন বাংলা বদলে গিয়েছে। প্রতি বছর এই সম্মেলনের কলেবর বাড়ছে। শুধু দেশের শিল্পপতিরাই নন, ২০টি বিদেশি রাষ্ট্রও সহযোগী হয়েছে।”

বাণিজ্য সম্মেলনের শেষ দিনে মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী জানান, বাংলায় এই খাতে ১ কোটি ৩০ লক্ষ মানুষ কাজ করছেন এবং এই সংখ্যা ক্রমেই বাড়ছে।

আগামী বছর বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগেই আরেকটি বিজিবিএস আয়োজন করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারই তিনি সংশ্লিষ্ট দফতরকে পরবর্তী বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছেন।

Related posts

‘পাল্টাবেন আপনারা’, মোদীর ‘বাংলায় সরকার’ পাল্টানোর স্লোগানের পাল্টা অভিষেক

বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত ২ -এ শুধুই কনফার্ম টিকিট ভ্রমণ করা যাবে

গীতাপাঠের নামে কলেজে ৪০ হাজার টাকার চাঁদার বিল! টাকা দেওয়া যাবে না, নির্দেশ মন্ত্রী বিরবাহার,