হতাশ হওয়ার দরকার নেই, অনেক সুযোগ আসছে, চাকরিপ্রার্থীদের বড়োসড়ো আশ্বাস মুখ্যমন্ত্রীর

খড়্গপুর: উৎকর্ষ বাংলা প্রকল্পে সফলদের নিয়োগপত্র বিতরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার খড়গপুর স্টেডিয়ামের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, হতাশ হওয়ার দরকার নেই, বাইরে যাওয়ারও দরকার নেই। বাংলাতেই কাজের সুযোগ মিলবে।

মুখ্যমন্ত্রী বলেন, “উৎকর্ষ বাংলায় ৩০ হাজার নিয়োগ হবে। ইতিমধ্যেই নিয়োগপত্র বিতরণ শুরু হয়েছে। আজও দেওয়া হল। পুজোর আগে সমস্ত জেলা মিলিয়ে ৩০ হাজার নিয়োগপত্র দেওয়া হবে। এর পর শিলিগুড়িতে উত্তরবঙ্গ, বীরভূম, মালদহের উত্তীর্ণদের দেওয়া হবে”।‌‌

তিনি আরও বলেন, “এর পরেও আগামী দিনে অনেক সুযোগ আসছে। সুযোগটা কী আপনাদের বলে যাই। দেউচা-পাঁচামি হচ্ছে। সেখানে বিরোধীরা রোজ গিয়ে গন্ডগোল পাকাচ্ছে। রাজনৈতিক স্বার্থে তারা প্রকল্পের কাজ বন্ধ করার চেষ্টা করছে। সেখানে এক লক্ষ ছেলে-মেয়ে চাকরি পাবেন, এটাই তাদের আপত্তির কারণ। পৃথিবীর তৃতীয় বৃহত্তর কয়লা শিল্পের কাজ শুরু হয়ে গিয়েছে দেউচা-পাঁচামিতে”।

একই সঙ্গে তাঁর সংযোজন, “আসানসোলে নতুন নতুন শিল্প গড়ে উঠছে। ডানকুনি-অমৃতসর করিডর ইন্ডাস্ট্রি হচ্ছে, আমি রেলমন্ত্রী থাকাকালীন এটা করে দিয়েছিলাম। এর ফলে ডানকুনি থেকে পানাগড়, পানাগড় থেকে বড়জোড়া, বড়োজোড়া থেকে একেবারে পুরুলিয়া, বাঁকুড়া হয়ে রঘুনাথপুর পর্যন্ত যাবে। সারা রাস্তায় ইন্ডাস্ট্রি হবে। হয়ে জঙ্গলমহল সুন্দরী-তে ইতিমধ্যেই ২,২২৫ একর জমি আমরা দিয়ে দিয়েছি। ওখানে ৭২০০০ কোটি টাকার ইন্ডাস্ট্রি আসছে। কয়েক লক্ষ ছেলে-মেয়ে চাকরি পাবেন। বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুর্গাপুর, বর্ধমান পশ্চিম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে ঢেলে কাজ হবে। কারণ, এক দিকে দেউচা-পাঁচামি, অন্য দিকে, শেল গ্যাস আবার তাজপুর বন্দরও হয়ে যাচ্ছে”।

আরও পড়ুন: ‘আমার সামনে হলে মাথায় শ্যুট করতাম’, গুরুতর আহত পুলিশকর্তার ধৈর্যকে কুর্নিশ অভিষেকের

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক