প্রথম পাতা খবর ‘সাইবার শক্তি’ অভিযানে বড় সাফল্য! রাজ্য পুলিশের হাতে গ্রেফতার ৪৬

‘সাইবার শক্তি’ অভিযানে বড় সাফল্য! রাজ্য পুলিশের হাতে গ্রেফতার ৪৬

178 views
A+A-
Reset

কলকাতা: রাজ্য জুড়ে ক্রমবর্ধমান সাইবার প্রতারণা রুখতে বিশেষ অভিযান চালাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ। অপারেশন ‘সাইবার শক্তি’ অভিযানে গত ১৫ দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ সিম কার্ড, ডেবিট ও ক্রেডিট কার্ড। পাশাপাশি, বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুলিশ।

এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতীম সরকার জানান, আসানসোল, বীরভূম, দুর্গাপুর, চন্দননগর এবং পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে একাধিক সাইবার প্রতারণার অভিযোগ জমা পড়ে। প্রতারকরা বিখ্যাত সংস্থার নাম করে ভুয়ো চাকরি, বিনিয়োগ, গ্যাস সংযোগ প্রদান এবং সেক্সটরশনের মতো অপরাধ করছিল।

তদন্তে উঠে এসেছে যে, গ্রেফতার হওয়া প্রতারকরা ঝাড়খণ্ডের কুখ্যাত জামতাড়া গ্যাংয়ের সঙ্গে যুক্ত। তারা বিভিন্ন এলাকায় ছোট ছোট দলে ভাগ হয়ে বাড়ি ভাড়া নিয়ে প্রতারণা চালাত। টাকা লুট করে দ্রুত স্থান পরিবর্তন করত।

অপারেশন ‘সাইবার শক্তি’র অধীনে ১০টি বিশেষ টিম গঠন করে রাজ্য পুলিশ। অভিযানের ফলে ১৫ দিনের মধ্যেই ২৫০টিরও বেশি অভিযোগের ৯০ শতাংশ সমাধান করা সম্ভব হয়েছে।

এডিজি সুপ্রতীম সরকার জানিয়েছেন, অভিযুক্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। যদিও এখনও সঠিক পরিমাণ অর্থের হিসাব প্রকাশ করা হয়নি, তবে কয়েক কোটি টাকার প্রতারণা হয়েছে বলে অনুমান। প্রতারিতদের টাকা ফেরানোর প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে।

রাজ্য পুলিশের এই সাফল্য সাইবার অপরাধ দমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.