প্রথম পাতা খবর “উত্তরপ্রদেশ বিজেপিতে ভূমিকম্প ধরিয়েছি”, দল ছেড়ে বললেন দুই মন্ত্রী

“উত্তরপ্রদেশ বিজেপিতে ভূমিকম্প ধরিয়েছি”, দল ছেড়ে বললেন দুই মন্ত্রী

255 views
A+A-
Reset

রাজনীতির বিচারে দেশের সব থেকে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশে ভোটের ঠিক মুখে দাঁড়িয়ে অনেকটাই যেন নড়ে গেল উত্তরপ্রদেশ বিজেপির ভীত। কারণ ভোটের দরজায় দঁড়িয়ে বিজেপির সঙ্গ ত্যাগ করলেন বিজেপির দুই মন্ত্রী সহ ছয় বিধায়ক। যার ফলে অনেকটাই বেসামাল দেখাচ্ছে যোগী আদিত্যনাথের সরকারকে।

করোনা আবহের মধ্যে এবারও ৭ দফাতেই ভোট হবে যোগী-রাজ্য উত্তরপ্রদেশে। আর সেই নির্বাচন ঘোষণার পর থেকেই গোলমাল বেড়েছে বিজেপির অন্দরে। একের পর এক মন্ত্রী ও বিধায়ক বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দান করায় ভোটের মুখে বিপাকে যোগী সরকার।

দলিত সম্প্রদায়কে অবহেলার করার অভিযোগে মঙ্গলবার দল ছাড়েন যোগী মন্ত্রিসভার মন্ত্রী স্বামি মৌর্য। বুধবার একই অভিযোগে মন্ত্রিসভা ছাড়েন আরও এক মন্ত্রী দারা সিং চৌহান। এই দুই মন্ত্রী ছাড়াও গত দু’দিনে চারজন বিধায়ক বিজেপি ছাড়েন।

২০২৪-এর আগে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন বিজেপির কাছে খুব গুরুত্বপূর্ণ। স্বয়ং মোদী ভোট প্রচারে নেমে পড়েছেন। এবার নির্বাচন ঘোষণার পরপরই বিজেপির দলিত ও ওবিসি বিধায়করা বিদ্রোহ শুরু করেছেন। যা আসলে অখিলেশ যাদবরে দলকে ভোটে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.