এ বার দুর্নীতির অভিযোগে তোলপাড় বিহার। শিক্ষা দফতরের এক শীর্ষ আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করল ভিজিল্যান্স দল। বৃহস্পতিবার সকালে পশ্চিম চম্পারণ জেলার বেতিয়ার জেলা শিক্ষা আধিকারিক (ডিইও) রজনীকান্ত প্রবীণের বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশি চালাতে গিয়ে এত বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হওয়ায় অবাক হয়ে যান আধিকারিকরা।
সূত্রের খবর, অভিযানে নগদ কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে, যদিও নির্দিষ্ট পরিমাণ এখনও জানা যায়নি। বিপুল পরিমাণ টাকা গোনার জন্য বিশেষ যন্ত্র আনা হয়েছে। শুধু রজনীকান্ত প্রবীণের বাসভবনই নয়, তাঁর অন্যান্য ঠিকানাতেও তল্লাশি চালানো হচ্ছে।
ডিইও-র বিরুদ্ধে আয়-বহির্ভূত সম্পত্তি ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই ভিজিল্যান্স দল তদন্ত শুরু করে। অভিযানের সময় তাঁর বাড়ির দু’টি ঘরে খাটের ভিতর থেকে ৫০০, ২০০ ও ১০০ টাকার বান্ডিল উদ্ধার হয়। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছে, যা তদন্তের জন্য বাজেয়াপ্ত করা হয়েছে।
তল্লাশির সময় পটনা থেকে আসা ভিজিল্যান্স আধিকারিকরা রজনীকান্ত প্রবীণকে জিজ্ঞাসাবাদ করছেন। তাঁর আয়ের সঙ্গে এই বিপুল সম্পত্তির হিসাব মেলে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। আপাতত, বিহারের শিক্ষা দফতরের এই দুর্নীতির ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে।