বড়সড় দুর্ঘটনার মুখ থেকে অল্পের জন্য রক্ষা পেলেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা এবং বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। শুক্রবার গভীর রাতে বৈশালীর গরৌলে ২২ নম্বর জাতীয় সড়কে তাঁর কনভয়ে ধাক্কা মারে একটি লরি। জখম হন তাঁর তিন নিরাপত্তারক্ষী।
রাত দেড়টা নাগাদ মধেপুরা থেকে পটনায় ফিরছিলেন তেজস্বী। পথিমধ্যে চা খাওয়ার জন্য রাস্তার ধারে গাড়ি থামালে আচমকাই একটি বেপরোয়া লরি কনভয়ের কয়েকটি গাড়িতে সজোরে ধাক্কা মারে। ওই সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা তিনজন নিরাপত্তারক্ষী গুরুতর জখম হন। তাঁদের হাজিপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল।
তেজস্বী যাদব নিজেই জানিয়েছেন, ‘‘দুর্ঘটনাটা আমার চোখের সামনেই ঘটেছে। আমার থেকে মাত্র পাঁচ ফুট দূরে লরিটি ধাক্কা মারে। আর একটু হলেই বড় বিপদ হতে পারত।’’
পুলিশ লরিচালককে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কনভয়ে হামলা না কি নিছক দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে প্রশাসন।