“নতুন মুখ্যমন্ত্রী পাবে বিহার” — ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের, নিশানায় নীতীশ কুমার

চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগেই ফের বড়সড় রাজনৈতিক মন্তব্য করে বিতর্কে ভোটকুশলী তথা জন সূরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেন, এবারের নির্বাচনের পর নীতীশ কুমার আর মুখ্যমন্ত্রী থাকবেন না। বিহার পাবে নতুন মুখ্যমন্ত্রী।

প্রশান্ত কিশোরের দাবি, রাজ্যের প্রায় ৬০ শতাংশ মানুষ পরিবর্তন চাইছেন। তিনি বলেন, নীতীশ কুমার এখন কাজ করার মতো শারীরিক ও মানসিক অবস্থায় নেই। মঞ্চে বসে প্রধানমন্ত্রীকে চিনতে পারছেন না, জাতীয় সঙ্গীত চলার সময় বিভ্রান্ত হচ্ছেন। এমন অবস্থায় তিনি বিহার চালাবেন কীভাবে?

জেডিইউ ও তাদের জোটসঙ্গীদের ভবিষ্যৎ নিয়েও কটাক্ষ করেছেন পিকে। তিনি বলেন, ২৪৩ আসনের বিহারে এবার জেডিইউ এককভাবে ২৫টিরও কম আসন পাবে। আর যদি তা না হয়, তবে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। সেই সঙ্গে দাবি করেন, নীতীশ ও তাঁর জোট নয়, এবারের নির্বাচনে বিহারে ক্ষমতায় আসতে চলেছে তৃতীয় শক্তি।

নিজের দল ‘জন সূরজ’-এর প্রসঙ্গেও মুখ খোলেন প্রশান্ত কিশোর। বলেন, তিনি মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী নন। দল গঠন করেছেন বিহারের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে। তাঁর কথায়, জন সূরজ তাঁর ব্যক্তিগত সম্পত্তি নয়, তিনি রাজ্য সভাপতি বা জাতীয় সভাপতি হিসেবেও নিজেকে তুলে ধরেননি।

এবার নির্বাচনে বিহারের সবকটি আসনে প্রার্থী দেবে জন সূরজ। পিকে জানিয়েছেন, তাঁদের দলের ৫০ শতাংশ আসনে মহিলা প্রার্থী দাঁড় করানো হবে।

বিহারের রাজনীতিতে প্রশান্ত কিশোরের এই মন্তব্য নিঃসন্দেহে বড় বার্তা। রাজ্যে যে পরিবর্তনের হাওয়া বইছে, তা আরও একবার বোঝালেন তিনি নিজেই।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন