কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখেই মঙ্গলবার শর্তসাপেক্ষে জামিনে মুক্ত করা হল কয়লাপাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে।। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে বিকাশকে চারদিনের জন্য নিজেদের হেফাজতে নেয় সিবিআই।
বিকাশকে হেফাজতে চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল সিবিআই। গত ১০ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বিকাশকে চার দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছিল আদালত। মঙ্গলবার সেই হেফাজতের মেয়াদ শেষ হলে তাঁকে আদালতে তোলা হয়। এ দিন শর্তসাপেক্ষে বিকাশ মিশ্রকে জামিন দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত।
আদালত থেকে বেরিয়ে বিকাশ জানান, ‘‘আমি আদালতের নির্দেশ অনুযায়ী, নিয়মিত প্রতি সপ্তাহে হাজিরা দিই। তদন্তে আগামী দিনেও সহায়তা করব। আমার জামিন বহাল আছে। সুপ্রিম কোর্ট বলেছিল চার দিন হেফাজতে থাকতে হবে। থেকে এলাম।’’
বিকাশের দাবি, ৩৫ সপ্তাহ ধরে তিনি সিবিআই-এর কাছে হাজিরা দিচ্ছেন। সই করছেন আর চলে আসছেন। সিবিআই চার্জশিটে তাঁর নাম জুড়ে দেওয়া হলেও কয়লাকাণ্ডে যোগের কোনো প্রমাণ নেই।