পার্ক সার্কাসে লরির ধাক্কায় বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু

মঙ্গলবার দুপুরে পার্ক সার্কাসে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মোটরবাইক আরোহীর। পুলিশ সূত্রে জানা গেছে, সিমেন্ট বোঝাই একটি লরি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারালে সামনের মোটরবাইকে ধাক্কা মারে। ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের।

দুর্ঘটনাটি ঘটে তপসিয়া থানার কাছে, যখন বাইকটি চার নম্বর ব্রিজ থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্টের দিকে যাচ্ছিল। জানা গেছে, বাইকটি একটি বেসরকারি পরিবহণ সংস্থার সঙ্গে যুক্ত ছিল।

পুলিশ এখনও মৃতের পরিচয় নিশ্চিত করতে পারেনি। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার ফলে কিছু সময় যানজট হলেও ট্রাফিক পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তদন্ত চলছে, কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related posts

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা