তামিলনাড়ুর রাজ্যপাল এন রবির বিরুদ্ধে তামিলনাড়ু সরকারের করা মামলায় ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানাল, রাজ্যপালের পাঠানো কোনও বিল রাষ্ট্রপতি তিন মাসের মধ্যে খারিজ বা অনুমোদন করবেন—এটাই বাধ্যতামূলক। ‘পকেট ভেটো’ অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য বিল আটকে রাখার কোনও অধিকার রাষ্ট্রপতির নেই।
বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানায়, রাষ্ট্রপতি যদি নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না নেন, তবে রাজ্য সরকার কারণ জানতে চেয়ে আদালতের দ্বারস্থ হতে পারবে। বিল খারিজ করলে সেই কারণ লিখিতভাবে জানাতে হবে রাজ্য সরকারকে।
তামিলনাড়ু সরকার অভিযোগ করেছিল, রাজ্যপাল কোনও সিদ্ধান্ত না নিয়েই ১২টি বিল আটকে রেখেছেন। এর মধ্যে ১০টি বিল বেআইনিভাবে আটকে রেখেছেন বলেও মন্তব্য করে শীর্ষ আদালত। আদালতের মতে, সংবিধানে সময়সীমার কথা উল্লেখ না থাকলেও, ‘যথাযথ সময়ের’ মধ্যে পদক্ষেপ নিতে বাধ্য রাজ্যপাল ও রাষ্ট্রপতি।