পুলিশের উপর হামলার অভিযোগে সাসপেন্ড বীরভূম ক্রাইম রেকর্ড ব্যুরোর ওসি, গ্রেপ্তার পরিবারের ছ’জন

নিজে ওসি পদমর্যাদার আধিকারিক। অথচ হামলা চালালেন পুলিশের উপরই! এমনই বিস্ফোরক অভিযোগে সাসপেন্ড হলেন বীরভূম ক্রাইম রেকর্ড ব্যুরোর ওসি আশরাফুল শেখ। শুধু তাই নয়, সরকারি হাসপাতাল ভাঙচুর ও চিকিৎসক-নার্সদের নিগ্রহের অভিযোগে তাঁকে এবং তাঁর পরিবারের ছ’জনকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ।

সূত্রের খবর, সম্প্রতি বিয়ের ছুটিতে নিজের বাড়ি লালবাগে ছিলেন আশরাফুল। মঙ্গলবার রাতে অসুস্থ মাকে চিকিৎসার জন্য কৃষ্ণপুর হাসপাতালে নিয়ে যান তিনি। সেখানে মায়ের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, ওই সময় আশরাফুল মদ্যপ অবস্থায় ছিলেন এবং ক্ষিপ্ত হয়ে হাসপাতালের আসবাবপত্র ভাঙচুর করেন।

ঘটনার খবর পেয়ে লালগোলা থানার ওসি অতনু দাস, এসআই কল্যাণ সিংহ রায়-সহ দুই সিভিক ভলান্টিয়ার হাসপাতালে পৌঁছলে তাঁদের উপরও চড়াও হন আশরাফুল ও তাঁর পরিবারের সদস্যরা। অভিযোগ, হাতাহাতির সময় ওসি অতনু দাসের গলা চেপে ধরেন আশরাফুল। এসআই কল্যাণ সিংহ রায়ের আঙুল ভেঙে দেওয়া হয় এবং দুই সিভিক ভলান্টিয়ারকে বাঁশ দিয়ে মারধর করা হয়।

এই ঘটনার পর আশরাফুলকে সাসপেন্ড করার নির্দেশ দেন বীরভূমের পুলিশ সুপার আমনদীপ। তিনি জানান, ‘‘আশরাফুল শেখকে সাময়িক ভাবে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হবে।’’

বীরভূম পুলিশ সূত্রে খবর, আশরাফুলের বিরুদ্ধে অতীতেও নানাবিধ অভিযোগ উঠেছে। এর আগেও কীর্ণাহার থানার ওসি থাকাকালীন এক ব্যক্তির কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠেছিল আশরাফুলের বিরুদ্ধে। সেই সময় এক ব্যক্তিকে ভয় দেখিয়ে ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এবার ফের গুরুতর অপরাধে নাম জড়াল এই পুলিশ অফিসারের।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?