তৃণমূল কংগ্রেসে যোগ সিএবি-র প্রাক্তন যুগ্ম সচিব বিশ্বরূপ দে

নিজস্ব প্রতিনিধি : সিএবি-র প্রাক্তন যুগ্ম সচিব বিশ্বরূপ দে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন । তৃণমূল ভবনে আজ তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ সুখেন্দু শেখর রায় । উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ।

তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেন , ” আমি টিম স্পিরিটে বিশ্বাস করি । মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিরিট দেখে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম । আমরা আছি । শেষ পর্যন্ত আমরাই থাকবো।”

আরও পড়ুন : এক কোটিরও বেশি রাজ্যবাসীকে পরিবেষা দিয়েছে ‘দুয়ারে সরকার’

তাঁর বাসস্থান বৌবাজার এলাকায় সমাজকর্মী হিসেবে বিশ্বরূপ দে যথেষ্ট জনপ্রিয় । জনপ্রিয় দক্ষ ক্রীড়া প্রশাসক রূপেও ।
আজ বিশ্বরূপ ছাড়াও ১২৫ জন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক